রোকন মাহমুদ এর পিতার মৃত্যুতে আইআরএফর শোক
নিজস্ব প্রতিবেদক: ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) সদস্য ও দ্য বিজনেস পোস্টের স্টাফ রিপোর্টার রোকন মাহমুদ এর পিতা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আইআরএফ দপ্তর ও কল্যাণ সম্পাদক সেলিম মালিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
রোকন মাহমুদ এর পিতার মৃত্যুতে আইআরএফ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি গাযী আনোয়ারুল হক ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
আইআরএফ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
রোকন মাহমুদ এর মোবাইল নম্বর- ০১৯১২-১১৬১৪২